প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০৯:২৯
হরিনা ফেরিঘাটে গাঁজা ও মদসহ আটক ১
চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিনের তৎপরতায় ১৫ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার দুপুরে তাকে মাদকসহ আটক করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। আটক হিমেলের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায়। তার পিতার নাম মোঃ খোকন। বর্তমানে সে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন বলে জানা যায়।
|আরো খবর
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠের উত্তর পাশ থেকে সকালে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেলকে গ্রেফতার করি। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং ১৫ টি বিদেশি অবৈধ মদের বোতল উদ্ধার করা হয়। এদিকে মাদক ব্যবসায়ী হিমেল জানান, মাদকগুলো তিনি কুমিল্লা থেকে এনেছিলেন। যা শরীয়তপুরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো।
এদিকে আটক ব্যক্তি জানান, মাদকগুলো তিনি কুমিল্লা থেকে বহন করে শরীয়তপুরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, মাদক মামলা দায়েরের পর আসামী হিমেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।