শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১৪:০৯

ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

মিজানুর রহমান
ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমান মাদক ফেনসিডিল সহ আতিকুর রহমান দীপু (৪২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার হয়েছে। ৪ আগস্ট শুক্রবার গভীর রাতে চাঁদপুর সদরের চাঁদখার বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উদ্ধারকরা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৫শ' বোতল ফেন্সিডিল, ১শ'৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য। এসময় মাদক বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন।পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ওইদিন রাতে ডিবির ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে আঞ্চলিক সড়কে একটি মাইক্রোবাস থামিয়ে

তল্লাশি করা হয়।

এসময় ৫শ' বোতল ফেন্সিডিল, ১শ'৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য উদ্ধার, মাদক বহনকারী মাইক্রোবাস জব্দসহ মাদকারবারী মো. আতিকুর রহমান দীপুকে গ্রেফতার করা হয়।

আটক দীপু চাঁদপুর সদরের সফরমালি দক্ষিণ কল্যানদী গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। বর্তমানে সে নারায়নগঞ্জের ফতুল্লার কুতুব আইল, কাঠেরপুল এলাকায় বসবাস করছিলো।

আটক আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়