শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৫:২৭

চাঁদপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মিজানুর রহমান
চাঁদপুর র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১ এর অভিযানে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকা হতে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা।

৩১ মার্চ শুক্রবার রাতে হটপটের ভিতর হতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ব্যাক্তি হচ্ছেন কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত বশির আহমদের ছেলে মোঃ জসিম (২৮)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমিল্লা র‍্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, কক্সবাজার হতে পাচারের জন্য হটপটের বাহিরে যাতে গন্ধ বের না হয় সেজন্য হটপটের ভিতরের দিকে স্কচটেপ ও পলিথিন পেঁচিয়ে ইয়াবাগুলো চাঁদপুর নিয়ে আসা হয়। সে এগুলো ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী রেখেছিল জানিয়ে ইয়াবাগুলো পাচার করার সময় তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়