বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ২১:২৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মতলবের তুষার নিহত

মুহাম্মদ আরিফ বিল্লাহ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মতলবের তুষার নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিশাঞ্চলের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় মতলবের তুষার মজুমদার (২০) নিহত হয়েছেন। তুষার মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামের মজুমদার বাড়ির মোঃ মনির হোসেন মজুমদারের ছেলে। তিনি গত ১১ মাস পূর্বে জীবিকার তাগিদে দেশ ও আপনজন ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তুষারের বাবা-মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানায়, বিদেশে যাওয়ার আগে সংসারে পিতাকে সহযোগিতা করার জন্য তুষারকে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয়েছে। সেজন্যে ছয় মাস মতলবের নারায়ণপুর বাজারে এক কাপড়ের দোকানে চাকুরি করেন তুষার।

কান্নাজড়িত কণ্ঠে তার পিতা মনির হোসেন মজুমদার জানান, সংসারের অভাব দূর করার জন্য ধার-কর্য করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। এখন সব হারিয়ে আমি কী করবো?

উল্লেখ্য, ওমরা করার জন্য মক্কায় যাওয়ার পথে গত ২৬ মার্চ বাস দুর্ঘটনায় মোট ২২ জন নিহত হন। এর মধ্যে ১৮ জন বাংলাদেশি। বুধবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার এ খবর জানান।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, ওমরাহ যাত্রীদের বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কার দিকে যাচ্ছিলো। ২৬ মার্চ স্থানীয় সময় সোমবার বিকেল ৪টায় আসির প্রদেশের আকাবা শার সড়কে সেটি দুর্ঘটনা কবলিত হয়। একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি দেয়ালে ধাক্কা খায় এবং তাতে আগুন ধরে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়