প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৭:১৪
হাজীগঞ্জ থানায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে আলোচনা
হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) থানা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।
|আরো খবর
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সভাপ্রধানে বক্তব্য রাখেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. বোরহান উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন তপাদার।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন, বোগদাদ পরিবহনের প্রতিনিধি, সিএনজিচালিত স্কুটার, অটোরিক্সার মালিক ও চালকরা বক্তব্য রাখেন।
এ সময় সবাই যানজট নিরসনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রোটা. রুহিদাস বনিক, ভোক্তাসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।