শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০

মতলবে নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জেলেকে ১ মাসের কারাদণ্ড

৪ নৌকা ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মতলবে নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জেলেকে ১ মাসের কারাদণ্ড
মাহবুব আলম লাভলু ॥

চাঁদপুরের মতলব আমিরাবাদ, কাচিকাটার মেঘনা নদী ও পদ্মার তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলে, ৪টি নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টা থেকে সাড়ে ১১টায় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ানের নির্দশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম ও সিসি পেটি অফিসার এম এমদাদুল হকের নেতৃত্বে আমিরাবাদ, কাচিকাটার মেঘনা নদী ও পদ্মার তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলে ৪টি নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে ৪ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন মতলব উত্তর উপজেলার বোরোচরের আলী হোসেনের ছেলে মোঃ মামুন (২৫), ইমান মাঝির ছেলে মারফত মাঝি (৪৫), জামালের ছেলে মোঃ রুবেল (২০) ও আইয়ুব আলীর ছেলে মোঃ খলিল (১৮)।

জব্দকৃত ইঞ্জিন চালিত ৪টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে দেয়া হয় এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়