বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫

হাজীগঞ্জে কাভার্ডভ্যান তাড়া করে ৪ ডাকাত আটক

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে কাভার্ডভ্যান তাড়া করে ৪ ডাকাত আটক

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ডভ্যান (ট্রাক) ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান আটক ও তল্যাশী করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা (নং-২০) দায়ের এবং শনিবার দুুপুরে আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া হাজী বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে খাজা আহম্মদ, শাহরাস্তি উপজেলার বাটনীখোলা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মো. কামাল হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভবেরচর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে মো. নজরুল ইসলাম ও একই জেলার বি-বাড়ীয়া উপজেলার পূর্ব পুংকাবা গ্রামের আ. লতিফের ছেলে মো. জহির হোসেন।

পুলিশ জানায়, এদিন রাতে একটি কাভার্ডভ্যান তাড়া করে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে আটক করেন উপ-পরিদর্শক (এসআই) আ. রবসহ সঙ্গীয় ফোর্স। এসময় পুলিশ কার্ভাডভ্যান থেকে ডাকাতির সরঞ্জাম জব্দ ও আন্তঃজেলা ডাকাত দলের চারজনকে আটক করে। তারা সাধারণত গরু ও কৃষি মাঠের মধ্যে থাকা একা বাড়ীতে ডাকাতি করতো। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দীর্ঘদিন ধরে তারা এ কাভার্ডভ্যানটি দিয়ে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিলো। ডাকাতির প্রস্তুতিকালে কার্ভাডভ্যান ও ডাকাতির সরঞ্জাম জব্দসহ তাদেরকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়