শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৮

হাজীগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ উল্যাহ্ ও মো. বেলায়েত হোসেন রুবেল নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিনগত (১৪ ডিসেম্বর) রাতে পৌরসভাধীন উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে হাতে-নাতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি আরিফ উল্ল্যাহ (৩২) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের তাহের আহাম্মদ হাজী বাড়ির মো. ছফি উল্যাহর ছেলে এবং অপর মাদক কারবারি মো. বেলায়েত হোসেন রুবেল (২৭) একই ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মিজি বাড়ির মো. আবু সায়েদ বতুর ছেলে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানে উপজেলা পরিষদ গেইটের পশ্চিম পাশে নাছিরের চটপটি দোকানের সামনে সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করা হয়। এ সময় আরিফ উল্যাহর কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মো. বেলায়েত হোসেন রুবেলের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ৫০০ পিচ ইয়াবা জব্দ ও তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়