প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:১০
ইব্রাহিমপুর চরে মাটি কাটায় আটক
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে ইট ভাটায় বিক্রির জন্য অবৈধভাবে মাটি কাটায় আটক চারজনকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার(৩ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশ ও সদর থানা পুলিশের দুটি টিম নদীরপাড়ের অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ।