বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ১৯:৫০

হাইমচরে মাটি খেকো চক্রের ৮ সদস্য আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে মাটি খেকো চক্রের ৮ সদস্য আটক

চাঁদপুর হাইমচর ও বরিশাল সীমান্তবর্তী এলাকায় হাইমচর উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানে মাটি খেকো চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলে পাঠানো হয়।

১৯ নভেম্বর বিকেল রাত ৮টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি (ম্যাজিস্ট্রেট) আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড ও হাইমচর কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন মধ্যচর ও বরিশালের হিজলা সীমান্ত এলাকায় ভেকু ও বল গেট ব্যবহার করে মাটি কাটার সময় ৮ জনকে আটক করা হয়। আটককৃত ৩জনকে ৩ মাস, ২ জনকে ২মাস করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়। ৩ জনকে ২হাজার টাকা করে ৬হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালি বাউপুল উপজেলার মদনপুরা গ্রামের খোরশেদ পাটোয়ারীর ছেলে মো. দুলাল (৬০), বরগুনা জেলার আমতলি উপজেলার নাছনা পাডা গ্রামে রফিক গোরামির ছেলে জাকির হোসেন (১৯), বরিশাল জেলার বানাইপাড়া থানার মো. আবুল কালামের ছেলে মো. সোহেল (১৯), ফিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের সালামের ছেলে লোকমান (৩৫), বরগুনা জেলার সদর থানার মৃত আলি আকবরের ছেলে আতাহার (৫৫)। উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল জানান, আমরা গত শুক্রবার বিকেলে হাইমচর উপজেলার মধ্যচরের হিজলা সীমান্তে অভিযান চালিয়ে মাটি কাটার সরাঞ্জমসহ ৮জনকে আটক করি। আটকৃতদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং ৩জনকে জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়