বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ১৯:১৪

ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে শিয়ালের মাংস বিক্রয়ের অপরাধে দুইজনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় শিয়ালের মাংস ও চামড়া উদ্ধার করে তা ধ্বংস করা হয়। সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আ: জলিলের ছেলে মো: শহীদ হোসেন ও মৃত কোরবান আলীর ছেলে আমির হোসেনসহ শহীদের স মিলের সামনে শিয়ালের মাংস বিক্রি করছিলো। এসময় স্থানীয় এক বাসিন্দা ৯৯৯-এ ফোন দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছাকে অবহিত করে। পরে সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমান আদালতে পশ্চিম রূপসা গ্রামের আ: জলিলের ছেলে মো: শহীদ হোসেন ও মৃত কোরবান আলীর ছেলে আমির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর(২০০৯)ধারানুযায়ী ১০(দশ) হাজার টাকা জরিমানা করেন। এসময় শিয়ালের মাংস ও চামড়া উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়