শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে ড্রেজার মেশিন ভাংচুর ও জরিমানা

মতলব উত্তরে ড্রেজার মেশিন ভাংচুর ও জরিমানা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার নবুরকান্দি বিলে কৃষি জমিতে ড্রেজিং করার অপরাধে ড্রেজার মেশিন ও পাইপ ভাংচুর করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার বিকেলে সরেজমিনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান। একই দিনে গজরা বাজারে সরকার ফার্মেসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, নবুরকান্দি গ্রামের বিলে মোঃ আলাউদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজিং করছিলেন। এতে কৃষি জমি নষ্ট হচ্ছে। খবর পেয়ে ওই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভূমি আইন অনুযায়ী ড্রেজিংয়ের সর্বনিম্ন ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে। তবে মালিক উপস্থিত না হওয়ায় ড্রেজার মেশিন ভাংচুর করা হয়েছে।

এদিকে গজরা বাজারের বোরহান উদ্দিনের সরকার ফার্মেসীতে অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদ ও দরবিহীন ও অননুমোদিত পশুর ওষুধ পাওয়া গেছে। তাই এই ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, যেখানেই আইন বহির্ভূত কার্যক্রম পাওয়া যাবে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষি জমিতে ড্রেজিং নিষিদ্ধ করেছেন সরকার।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন এসআই আল-আমিন। এ সময় স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়