প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ১৯:০৭
প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারে যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপুর্ণ তথ্য প্রচারের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে মো. শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার রাত তাকে আটক করা হয়। সে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।
|আরো খবর
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর কুরুচিপুর্ণ তথ্য প্রচার এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে বৃহস্পতিবার রাতে মো. শিহাব উদ্দিনকে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মো. মোস্তাক আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আটককৃত ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার ( ২১ অক্টোবর) সকালে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ পাঠানোর প্রকৃয়া চলছে।