প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ২১:১১
হাজীগঞ্জে ১১০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

হাজীগঞ্জে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন দেলু নামে এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুবধার দিবাগত রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টোরাগড় পৌরসভার সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দেলোয়ার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় কাজী বাড়ির মৃত রতন কাজীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।
|আরো খবর
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে এসআই মোঃ মিছবাহুল আলম চৌধুরী, এএসআই মকবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স টোরাগড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে হাজীগঞ্জ পৌরসভার সামনে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের উপর হতে মোঃ দেলোয়ার হোসেন দেলু কাজীর নিকট হতে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দেলোয়ার হোসেন দেলু একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।