বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১১:১৯

মতলবে বিপুল পরিমান মিটার কারেন্ট জালসহ আটক

মাহবুব আলম লাভলু
মতলবে বিপুল পরিমান  মিটার কারেন্ট জালসহ আটক

মা-ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ-পুলিশের সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকাল নদীতে জেলেদের ফেলা ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, ইউএনও'র সিএ আমিনুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মা-ইলিশ ধরার বন্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। এ ব্যাপার সকলের সহযোগিতা করতে হবে। সরকার ঘোষিত সময়ে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়