প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলা, আহত ৫
ফরিদগঞ্জ উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীদের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ পরীক্ষার্থী আহত হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা গ্রামের সফিক মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
|আরো খবর
জানা গেছে, মঙ্গলবার উপজেলার রূপসা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে লাউতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়িযোগে বাড়ি যাওয়ার পথে ১০/১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা গাড়িটি ভাংচুরসহ ভেতরে থাকা শিক্ষার্থীদের মারধর করে।
পরীক্ষার্থী নাইমুর রহমান জানায়, শাকিল, ইয়ামিন ও তাদের সঙ্গীরা আমাদের সাথে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষার পরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করার একপর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পরীক্ষার পর শাকিল ও ইয়ামিনসহ আরো ১০/১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমি, আরাফাত হোসেন, গাড়ির চালক নিরব হোসেন, গাড়িতে থাকা ২ জন ছাত্রী দিপা আক্তার ও মানছুরা বেগমসহ মোট ৫ জন আহত হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে এসএসসি পরীক্ষার্থী নাইমুর রহমান বাদী হয়ে মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।