প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

কচুয়ায় বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মাদকসহ মোঃ সাদ্দাম হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামের চাঁন্দের বাপের বাড়ির আবুল কালামের ছেলে সাদ্দাম হোসেন রানার ঘরে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মাদকসহ তাকে আটক করে।
|আরো খবর
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ বোতল হুইস্কি, ১০ বোতল ভোদকা, ১০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।