প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের
হাজীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ গেলো দুই যুবকের। একই ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অপর দুই যুবক। সোমবার সন্ধ্যার কিছু পরে প্রথম দুর্ঘটনা ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররায়। অপর দুর্ঘটনা ঘটে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বদরপুর এলাকায়।
|আরো খবর
ধেররায় নিহত ফয়সাল হোসেন (২৫) হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের চৌধুরী পাড়ার মোঃ ইদ্রিস মিয়ার ছেলে। একই ঘটনায় আহতরা হলেন হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমবাদ গ্রামের মোল্লা বাড়ির মৃত কাউছার মজুমদারের ছেলে সৌরভ (২৫) ও একই গ্রামের করিমের বাগান এলাকার মনির কাজীর ছেলে সোহান (২৩)। বদরপুরে নিহত যুবক জেলার কচুয়া উপজেলার কড়াইয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে মোঃ ইসমাঈল হোসেন।
ধেররার দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন জানান, আমার সামনে থাকা একটি মোটর সাইকেলে ৩ যুবক চাঁদপুর থেকে হাজীগঞ্জে যাওয়ার সময় হাজীগঞ্জ থেকে চাঁদপুরমুখী ৩টি সিএনজিচালতি অটোরিকশা পর পর একই সমানতালে সড়কে চলতে শুরু করে। এ সময় পর পর দুটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বৃষ্টি ভেজা সড়কে পিছলে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। স্থানীয়রা যুবকদেরকে উদ্ধার করাকালে দেখা যায় ফয়সাল হোসেন (২৫) ঘটনাস্থলেই মারা গেছেন।
অপরদিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুরে দুর্ঘটনার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজার থেকে কচুয়ামুখী একটি পিকআপ যাওয়ার সময় বদরপুর এলাকায় পিছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতরে থাকা ইসমাঈল হোসেন (৩৫) গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইসমাইল হোসেনের নিকটাত্মীয় (স্ত্রীর ভাই) ছফি উল্যাহ্ জানান, নিহত ইসমাইল হোসেন গরুর ব্যবসায়ী ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার সফরমালী গরুর বাজারে গরু বিক্রি করে সন্ধ্যার আগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিসবাহুল আলম চৌধুরী জানান, ধেররার দুর্ঘটনায় নিহত যুবকের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। নিহতের আত্মীয়-স্বজনকে খবর পাঠানো হয়েছে।
বদরপুরের দুর্ঘটনার বিষয়ে উপ-পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন জানান, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর পৌঁছানো হয়েছে। তারা এখনো পৌঁছেনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।