প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
কচুয়ায় ট্রাক চাপায় ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত

কচুয়ায় ট্রাক চাপায় সাবিকুন্নাহার (২৪) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী ওয়াজউদ্দীন (৩০) নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কচুয়া-গৌরিপুর সড়কের সাচার হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
|আরো খবর
নিহতের ভাই রবিউল্লাহ ও ছফিউল্লাহ জানান, বারৈয়ারা মোল্লা বাড়ির ধনু মিয়ার পুত্র ওয়াজউদ্দীন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন্নাহার বারৈয়ারা উত্তর পাড়ার নজরুল ইসলামের মেয়ে। চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। শনিবার বিকেলে সাচারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসক দেখিয়ে হাটমুড়া এলাকায় আসলে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৬২০৪) সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে আমার ভাই-ভাবীর প্রাণ কেড়ে নেয়। এতে ঘটনাস্থলেই ওয়াজউদ্দীন, সাবিকুন্নাহার ও তার গর্ভে থাকা সন্তানের করুণ মৃত্যু হয়। এছাড়া আহত সিএনজি অটোরিকশা চালককে গুরুতর আহতাবস্থায় গৌরিপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
তারা আরো জানান, ওয়াজউদ্দীন গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তরপাড়া নজরুল ইসলামের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আমার ভাবী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন- বলেই তারা উভয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। করুণ এই মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।