প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৮:১১
ডিএনসি কর্তৃক গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

চাঁদপুর লঞ্চঘাট সড়ক নিশি বিল্ডিং এলাকা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),চাঁদপুর।
|আরো খবর
২২ আগস্ট, ২০২২ খ্রিঃ তারিখ সোমবার সকাল ৮ টা হতে সাড়ে ৮.৩০ টা পর্যন্ত সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন সার্বিক তত্বাবধানে পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ হাওলাদার জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় আসামী মোঃ আল-আমিন প্রকাশ আলভি (২০), পিতা- মোঃ নান্নু মিয়া, মাতা- মোসাঃ মোমেনা বেগম, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা, আসামীর বর্তমান ঠিকানা- মধ্য বাড্ডা, পাঁচতলা বাজার, পোস্ট অফিস রোড, কমান্ডার গলি, থানা- বাড্ডা, ডিএমপি, ঢাকা কে ০৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।