প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ২০:৪৯
চাঁদপুরে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ ১ যুবক কে আটক করেছে।
|আরো খবর
জানাযায়, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে গতকাল ১২ আগষ্ট সন্দ্ব্যা সাড়ে ৭টায় মডেল থানার এস আই সুমন চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় কুমিল্লা থেকে বোগদাদ বাসে আগত শাহপরান (১৯)পিতা- জামাল হোসেন সাং - পিরিংরহাট, কুমিল্লা সদর দক্ষিণ থানা বাস থেকে নেমে মুল রাস্তার উপর ঘুরাঘুরি করে।
এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ বাস যাএী শাহপরানের গতিবিধি সন্দেহজনক মনে করে তাঁর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগে কসটিপ দিয়ে পেঁচানো ৫ কেজি গাঁজা পায়। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা তিনি বলেন, সদর মডেল থাকা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।