মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:২৫

চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন

চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা।

সভায় সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারী শিক্ষক-কর্মচারীগণের উপস্থিতিতে প্রধান অতিথি কমিটি ঘোষণা করেন। চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ মাও. মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে সুপার মাও. মো. জিয়াউদ্দিন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক পদে সুপার মাও. মো. নূরুল ইসলাম পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়। প্রধান অতিথি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি এইচএম আনোয়ার মোল্লা চলমান আন্দোলনে শিক্ষকদের তিন দফা দাবি পূরণসহ শিক্ষকদের জাতীয়করণ করার জন্যে সরকারের নিকট দাবি জানান।

চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও চান্দ্রা নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সভাপ্রধানে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের উপদেষ্টা, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান।

আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রসার সুপার মাও. মো. জিয়াউদ্দিন খন্দকারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওসমানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. মহিউদ্দিন ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার ছাত্র মো. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান, বর্তমান অধ্যক্ষ মাও. মাসুম বিল্লাহ মজুমদার, উপাধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, সহকারী অধ্যাপক আবু জাফর মো. মুজাজ্জেল হক, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নেছার উদ্দীন, হোসেনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নিজামুদ্দিন, দক্ষিণ মদনা মাদ্রাসার সুপার মাও. মো. নূরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ মো. খান, উপাধ্যক্ষ মাও. মো. মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ মাও. মো. জাকির হোসেন হিরু, সুপার মাও. মো. মুজাম্মেল হোসেন, সুপার মাও. মো. সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়