প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১২:১৫
ময়নাতদন্ত হচ্ছে ৪ মাসের শিশু শাহরিনের

মাত্র ৪ মাসের শিশু শাহরিন। মারা যায় শনিবার ভোররাতে। শাহরিনের মৃত্যুটি রহস্যজনক বলে দাবী করে প্রবাসী বাবার পরিবার। অভিযোগেরর তীর শিশুটির মায়ের দিকে। যে দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত হবে শিশুটির লাশ। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাটি হাজীগঞ্জের বাড্ডা মিজি বাড়িতে। শিশুটি এ বাড়ির প্রবাসী ফারুক হোসেনের একমাত্র সন্তাান।
|আরো খবর
এসময় তিনি নিহত শিশুর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং শিশুর মৃতদেহর সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশুটির মামার বাড়ির লোকজন জানান, অন্যদিনের মতো শিশুটিকে নিয়ে মা মানসুরা রাতে ঘুমান। রাতে কয়েকবার দুধও খায় শিশুটি। কিন্তু রাত তিনটার পর শিশুটির কোন সাড়া-শব্দ না পেয়ে, তার মা কান্নাকাটি শুরু করেন। মায়ের কান্নাকাটি শুনে পরিবারের অন্য সদস্যরা তার (শিশুটির মা) ঘরে আসেন। এরপর শিশুটি মারা গেছে বলে সবাই বুঝতে পারেন। তবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিয়ে তার বাবার পরিবারের সদস্যরা রহস্যজনক বলে মনে করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শিশুর মৃততদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।