শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৬:১৫

ইউএনও বন্ধ করলেন কিশোরীর বিয়ে

কামরুজ্জামান টুটুল
ইউএনও বন্ধ করলেন কিশোরীর বিয়ে

কিশোরীর (১২) আনুষ্ঠানিক বিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সপ্তম শ্রেণির ঐ শিক্ষার্থীর বাবা-মা' সন্মতিতে চলছিল বিয়ের অনুষ্ঠান। ১৮ বছর পূর্ন হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন এমন শর্তে কিশোরীর বাবা মা থেকে অঙ্গীকারনামা নেন ইউএনও রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার পাতলা বাড়ির আমির হোসেনের বাড়িতে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেনিতে অধ্যয়নরত।

খোঁজ নিয়ে জানা যায়, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর শুনে এদিন রাতে বিয়ে বাড়িতে উপস্থিত হন ইউএনও মো. রাশেদুল ইসলাম। এ সময় তিনি বাল্যবিয়ে বন্ধ করে ঐ ছাত্রীর হাতে একটি বই তুলে দেন। পাশাপাশি তিনি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিয়ে না দেওয়ার সিদ্ধান্তে ছাত্রীর বাবা ও মায়ের অঙ্গিকারনামা নেন।

উক্ত ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারীকে জানান, মেয়েটির ১৮ বছরের আগে যাতে প্রকাশ্যে বা গোপনে এই বিয়ে দেয়া না হয়, সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, কনে একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়িতে যাই। পরে কনে ও তার বাবা-মায়ের সাথে কথা বলে এই বিয়ে বন্ধ করি। তিনি বলেন, অগোচরে এ বিয়ে হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়