প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ২৩:২৫
কচুয়ায় ৯৯ বোতল ফেনসিডিল এবং ১১কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কচুয়া থানার জগতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল ও ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএনসি চাঁদপুর। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- মোঃ নুরনবী প্রঃ নবী(২৫) ও হোসেন বেপারী (২৩)।
|আরো খবর
সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে দশটার সময় এই দুই মাদক ব্যবসায়ীকে আটকের কথা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (ডিএনসি) চাঁদপুর।
দপ্তরের জেলা সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন পরিদশর্ক বাপন সেন।তার নেতৃত্বে সঙ্গিয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জগতপুর পূর্ব বাজারস্থ কাশেম সাইকেল ষ্টোর নামীয় দোকানের উত্তর পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উভয়কে ৯৯ বোতল ফিনসিডিল এবং ১১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,১৯,০০০/-।
এ ব্যাপারে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।