প্রকাশ : ২০ জুলাই ২০২২, ১৭:৩৬
বিক্রি করা দুই কন্যাসন্তানকে উদ্ধার করলো পুলিশ

হাজীগঞ্জে বিক্রি করা দুই কন্যা সন্তানকে উদ্ধার করলো পুলিশ। তাদের উদ্ধার করে প্রকৃত মা বাবার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
|আরো খবর
দুই কন্যা সন্তানকে ৮০ হাজার টাকা বিক্রি করে বিদ্যুত বিল ও ঋণের টাকা পরিশোধ করেন বাবা। সংবাদটি চাঁদপুর কন্ঠে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বুধবার সকালে পুলিশ কন্যা সন্তানদের বাবা এমরান হোসেনকে নিয়ে তাদের উদ্ধার করে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের ৫নং রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী বড়কন্দাজ বাড়ির প্রবাসী মোতালেব ঘর থেকে সিরাতুন মুনতাহা ইভাকে (৫) ও ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী ভূইয়া বাড়ির বাবুল ভূইয়ার ঘর থেকে রিয়া (৩) কে উদ্ধার করা হয়। মা জান্নাত জানান, আমি আমার মেয়েদের পেয়ে খুবই ভালো লাগছে। আমি তাদেরকে আর কখনো কারো কাছে দিবো না।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ জানান,তিন পক্ষের সাথে কথা বলে মেয়েদের কে তাদের মা বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আগে যারা নিয়েছেন তারা আইন সম্মত ভাবে নেয়নি।