প্রকাশ : ০২ জুলাই ২০২২, ২২:২৭
শাহ মাহমুদপুরে অবৈধ ড্রেজার অপসারন করলো প্রশাসন

চাঁদপুর শহর, জেলা, উপজেলা, ইউনিয়নে এবং গ্রামে গ্রামে চলছে মিনি ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে ফসলি জমির মাটি কাটা এবং পুকুর ডোবা নালা ভরাট। এতে ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে প্রতিনিয়ত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে স্থানীয় কিছু প্রভাবশালী চক্র।
|আরো খবর
এছাড়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেজার পাইপ বসিয়ে পুকুর ডোবা নালা ভরাট করা হচ্ছে ব্যাপকভাবে। প্রশাসন অনেক জায়গায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ কার্যক্রম করেছে।
শনিবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুরা নামক এলাকায় অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি প্রশাসন। এই সময় ড্রেজার ফেলে মালিকপক্ষ পালিয়ে যায়।
উক্ত ড্রেজার বন্ধ করে ড্রেজারের পাইপ খুলে দেওয়া হয়েছে এবং এ ড্রেজার আর যাতে চালাতে না পারে সে ব্যবস্থা করা হয়।
জমি থেকে ফসলি জমি থেকে এ অবৈধ ড্রেজার অপসারণ কার্যক্রম পরিচালনা করেন সদ্য পদোন্নতি পাওয়া সিনিয়র সহকারী সচিব এবং চাঁদপুর সদর এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী।