শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:২০

চাঁদপুরে হাসপাতাল ও ফার্মেসিতে ভোক্তা দপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে হাসপাতাল ও ফার্মেসিতে ভোক্তা দপ্তরের অভিযান

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় এবং মূল্য তালিকায় অসামঞ্জস্য পাওয়ায় চাঁদপুর শহরের ১ প্রাইভেট হাসপাতাল ও ১ ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং টিম।

৭ জুন মঙ্গলবার চাঁদপুর সদরের বিপনিবাগ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় এবং মূল্য তালিকায় অসামঞ্জস্য পাওয়ায় ইউনাইটেড হসপিটালকে ১০ হাজার এবং অপর একটি ফার্মেসী - মায়ের দোয়াতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ হাজার টাকা জরিমানা সহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ অভিযানে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়