শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৯:৫০

চালের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার
চালের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

চালের বাজার পরিস্থিতি মনিটরিং করার জন্য অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল টিম। ৫ জুন রোববার বিকালে চাঁদপুর শহরের পুরাণবাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক নাসির উদ্দিন ও জেলা পুলিশশের সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। এ সময় চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার সাধারণ সম্পাদক হাজী নাজমুল আলম পাটোয়ারী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশের উপর মনিটরিং করার সময় ১৬৯ কেজি পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া খাদ্যদ্রব্য মজুদ পরিস্থিতি পরিস্থিতি মনিটরিং করার জন্য পুরাণবাজারের কয়েকটি পাইকারি চালের আড়তে আমরা গিয়েছি। সেখানে মনিটরিং করার সময় সন্তোষজনক পেয়েছে।আর যাদের চাল বিক্রির লাইসেন্স নেই তাদেরকে শীঘ্রই লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়