প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৭
কৃষি বিপণন দপ্তরের বাজার মনিটরিং : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পাইকারি ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র চাঁদপুর জেলা শহরের পুরাণবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর।
সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) বেলা সাড়ে এগারোটায় পরিচালিত বাজার মনিটরিং অভিযানে কৃষি বিপণন লাইসেন্স ও আপডেট মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বাজার এলাকায় আদা রসুন পেঁয়াজ ডাল তেল পাইকারি বিক্রির ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি বিপণন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মো. আসাদুজ্জামান সরকার।
কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, কৃষি বিপণন আইন অনুযায়ী চাল ডাল তেল আদা রসুন পেঁয়াজ পাইকারি বিক্রির প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণন লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি।পুরাণবাজারে চারটি দোকানে কৃষি পণ্য বিক্রিতে লাইসেন্স না থাকায় এবং পণ্য বিক্রিতে আপডেট মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় অভিযান পরিচালনা করে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।আমাদের এই অভিযান চলমান থাকবে।