শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ মে ২০২২, ২০:১৮

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ॥ ইউপি সদস্য ও আইনজীবী সহকারী আটক

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ॥ ইউপি সদস্য ও আইনজীবী সহকারী আটক

শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগে শাহরাস্তি থানা পুলিশ মেহার উত্তর ইউনিয়নের মেম্বার মনির হোসেন ও আইনজীবী সহকারী সেলিম মিয়াকে আটক করেছে। তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ মে সকালে মেহার উত্তর ইউনিয়নের খনেশ্বর গ্রামের ব্যাপারি বাড়ির প্রবাসী আমির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী কুলসুম আক্তারকে কুপিয়ে জখম করে কাকৈরতলা সয়ানী বাড়ির মৃত রমজান আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন। কুলসুম আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করে। বর্তমানে কুলসুম আক্তার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে তাদের মাঝে আর্থিক লেনদেন ছিল এ নিয়েই বিল্লাল হোসেন ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। বাদির অভিযোগ ও পুলিশ এ হামলায় অভিযুক্ত হিসেবে ইউপি সদস্য ও আইনজীবী সহকারীকে আটক করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়