প্রকাশ : ১১ মে ২০২২, ১৪:২০
হাজীগঞ্জে ২ মাসের চেষ্টায় ৬ ডাকাত আটক
পুরো ২ মাসের চেষ্টা চালিয়ে পিকআপ ট্রাকসহ ৬ ডাকাতকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ দক্ষিনপাড়া পাটওয়ারী বাড়ির নান্নু মিয়ার বাড়ির সামনের ফসলি জমির মাঠ থেকে ডাকাতির সরঞ্জামাদিসহ আটক করে। ডাকাতদল আটকের নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
|আরো খবর
আটককৃতরা ডাকাতরা হলেন : উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা প্রকাাশ মহিউদ্দিন (৩০), কালচোঁ দক্ষিন ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ভূইয়া বাড়ির মৃত ইদ্রিস ভূইয়ার ছেলে এরশাদ ভূইয়া (৩২), পৌরসভাস্থ ১১নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামের মহিউদ্দিন বেপারী বাড়ির মনির হোসেনের ছেলে আকরাম হোসেন শান্ত (২৫), একই বাড়ির মৃত আ. মান্নানের ছেলে লিটন প্রকাশ মাংস লিটন (৩০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ইলিয়াছ (৩৮)। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহ উল আলম বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্র জানায়, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ অংশের পাতানিশ এলাকার দক্ষিনপাড়া পাটওয়ারী বাড়ির নান্নু মিয়ার বাড়ির সামনের ফসলি জমির মাঠে বসে ডাকাতির প্রস্ততিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতদলকে ঘেরাও করে সকল ডাকাতকে আটকসহ সবার কাছে থাকা একটি করে বিভিন্ন ধরনের মাথা বাঁকানো ধারালো কিরিচ, লোহার পাইপ, দেশীয় তৈরী কুড়াল, ধারালো ফলা যুক্ত পাইপ, জিআই ষ্টীল পাইপের টুকরা , স্টিলের তৈরী টিপ ছুরিসহ একটি রেজিস্ট্রেশন বিহীন পিকআপ ট্রাক যার চেসিস নং-গই ১ অঅ২২ ঊ ৪খজঅএ ৩৯১০, ইঞ্জিন নং-চখঐ ২২৭২৮ জব্দ করা হয়।
৬ ডাকাতকে আটকের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান, আটককৃত ডাকাতদেরকে আদালতে পাঠানোর প্রস্ততি নেয়া হচ্ছে।