মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৬:২৫

হাজীগঞ্জে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ডাকাতির প্রস্ততিকালে খোলা মাঠে বসে শলাপরামর্শকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করতে সক্ষক হয় হাজীগঞ্জ থানা পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৩ মার্চ ২০২৫ ) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (২২ মার্চ ২০২৫ ) দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে অনাবাদী জমিতে ডাকাতীর প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মো. মামুন (২২), নোয়াখালি জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ্ স্বপনের ছেলে মো. হৃদয় হোসেন ইমন (২২)।

পুলিশ জানায় , শনিবার দিবাগতর রাত সাড়ে তিনটার দিকে বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়ীর পূর্ব পাশে অনাবাদি কৃষি জমিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিক নিদের্শনায়, হাজীগঞ্জ থানার অফিসার (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিক পুলিশ ডাকাত দলের ৪ জনকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ হাতে নাতে আটক করে। পরে এদিন রাতেই তাদের বিরুদ্ধে মামলা (এফআইআর নং- ১৩ ও জিআর নং- ৫৪) দায়ের করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে, বিচার তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন্

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক চাঁদপুর কন্ঠকে জানান, আটককৃত আন্তঃজেলা ৪ ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে অপর ডাকাত দলের সদস্যদের তথ্য যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়