প্রকাশ : ১০ মে ২০২২, ২১:৩৯
কুমারডুগীতে মানসিক ভারসাম্যহীন কিশোরের আত্মহত্যা
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুমারডুগী বার্ড অফিস সংলগ্ন একটি ব্লিডিংয়ে গলায় ফাঁস দিয়ে শিহাব (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোর আত্মহত্যা করেছে। ১০ মে মঙ্গলবার আছরের পরে এ ঘটনা ঘটে। জানা যায়, শিহাব ও সামিকে রেখে তাদের মা ও বাবা বিকেলে চাঁদপুর শহরে ডাক্তার দেখানোর জন্যে যায়। তার ছোট ছেলে সামি মাগরিবের নামাজের সময় তার বাবা মাকে ফোন করে জানায় শিহাব ফ্যানের সাথে ঝুলে রয়েছে। এমনকি ডাক চিৎকার দেয় তার ভাই ফ্যানের সাথে ঝুলে রয়েছে। এ কথা শুনে স্থানীয় লোকজন এসে দেখে শিহাব আত্মহত্যা করেছে।
|আরো খবর
এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, শিহাবের বা-মা ডাক্তার দেখানোর জন্যে চাঁদপুর যায়। শিহাবের ছোট ভাই ডাক-চিৎকার দেয় তার ভাই মারা গেছে। শিহাবের মামা রকিবুল হাসান কামাল ও কামরুল খান জানান, শিহাব দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমার বোন ও বোনের জামাই আমার দু ভাগিনাকে বাসায় রেখে চাঁদপুর শহরে ডাক্তার দেখানোর জন্যে আসে। আমার বোন চাঁদপুর শহরে থেকে আমাদেরকে ফোন করে জানায় আমাদের ভাগিনা আ ত্মহত্যা করেছে।