রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ মে ২০২২, ১০:০১

বিষ্ণুপুরে স্ত্রীকে খুন করে স্বামী পলাতক

জি এম আব্দুল কাদির
বিষ্ণুপুরে স্ত্রীকে খুন করে স্বামী পলাতক
বিষ্ণুপুরে স্বামী কর্তৃক স্ত্রী খুন হওয়া গলাকাটা লাশের দৃশ্য। ছবি : জি এম আব্দুল কাদির।

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ধনপর্দ্দি গ্রামে আব্দুল মজিদ প্রধানের বাড়িতে স্বামী কর্তৃক স্ত্রীকে খুন করা হয়েছে।

৯ মে দিবাগত রাতে পাষণ্ড স্বামী মোঃ নাসির উদ্দিন দেওয়ান, পিতা পানা উল্লাহ দেওয়ান কর্তৃক স্ত্রী রুপা বেগম খুন করা হয়েছে বলে জানা যায়।

সরজমিনে গিয়ে জানা যায়, ৯ মে দিবাগত রাতে অন্যান্য দিনের মতো স্বামী-স্ত্রী যে কক্ষে থাকেন এবং পাশের কক্ষেই ছেলে রবিউল ইসলাম (১৩) ঘুমিয়ে ছিলেন।

ছেলে রবিউল ইসলাম জানান, বাবা নাছির উদ্দিন আমার মাকে রাতের কোনো এক সময়ে হত্যা করেছে। সকালে আমি ঘুম থেকে উঠে রুমে গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখি, আমার মায়ের গলা কাটা লাশ পরে আছে। এরপর আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

ছেলে রবিউল আরো জানান, বাবা-মাকে প্রায় সময় মারধর করতেন। গত মাসে আমার মা নির্যাতন সইতে না পেরে আগের ভাড়া বাসা থেকে চলে আসে এবং এখানে বাসা ভাড়া নেয়। এভাবেই প্রায় বাবা আমার মাকে নির্যাতন করতো। এখানে বাসা নেয়ার পর খবর পেয়ে গত দুদিন আগে বাবা আবার এখানে চলে আসেন। নিহত রুপা বেগম মুন্সিরহাট বাজারে ছিদ্দিক গাজীর হোটেলে কাজ করতেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়