প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ২০:০৩
কচুয়ায় ভিজিএফের চাউল পাচারকালে জব্দ
চাঁদপুরের কচুয়া উত্তর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রাপ্ত ভিজিএফের চাউল অবৈধভাবে পাচারকালে ২০ বস্তা জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের উজানী সিকদার বাড়ির সম্মুখে স্থানীয়রা অটো ও সিএনজিতে থাকা খাদ্য অধিদপ্তরের সরকারি সীল মোহর দেওয়া ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ’ লেখা এ ২০ বস্তা চাউল পাচারকালে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেয়।
|আরো খবর
উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ ও সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ ঘটনাস্থলে পৌছে চাউল জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি ১০ কেজি করে চাউল বিনামূল্যে হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ প্রদান করা হয়েছে ।
এ ব্যাপারে কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম. আখতার হোসাইন বলেন, চাউল বিতরণ শেষে উদবৃত্ত চাউল একটি মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য পাঠিয়েছি।
স্থানীয়রা জানায়, কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আখতার হোসাইন ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল সোমবার ৩ হাজার ৬ শত ৮৫ জনের জন্য ১০ কেজি করে চাউল উত্তোলন করে। তালিকানুযায়ী বিতরণ না করে অন্যত্র পাচারকালে চাউলগুলো জব্দ করা হয়।