প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৯
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা ভাইরাসে আক্রান্ত
৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। চলতি সপ্তাহে তিনি হালকা দায়িত্ব পালন করবেন।
|আরো খবর
রবিবার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্যালেস বলেছে, আজ কোভিড পরীক্ষায় রানি পজিটিভ হয়েছেন। মৃদু ঠান্ডার মতো উপসর্গ অনুভব করছেন তিনি। তবে তিনি আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
বাকিংহাম প্যালেস বলেছে, তিনি অব্যাহতভাবে চিকিৎসাসেবা গ্রহণ করবেন এবং সব ধরনের উপযুক্ত নির্দেশনা মেনে চলবেন। এর আগে, চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস (৭৩)। প্যালেসের একটি সূত্র বলেছে, করোনায় আক্রান্ত হওয়ার কয়েক দিন আগে রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।
বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘসময় ধরে রাজ সিংহাসনে থাকা ব্রিটিশ রানির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের অক্টোবরে অজ্ঞাত অসুস্থতায় হাসপাতালে এক রাত কাটানোর পর। পরে হাসপাতালের চিকিৎসকরা ব্রিটিশ এই রানিকে বিশ্রামের পরামর্শ দেন।