মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২১:১২

হাজীগঞ্জের প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন

-----ডা. আহম্মদ তানভীর হাসান

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জের প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন

হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতালগুলোর অনিয়ম ও অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন। এমন সতর্কবার্তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ তানভীর হাসান।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরী সদস্য হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সদস্য মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় প্রমুখ।

সভায় ডা. আহম্মদ তানভীর হাসান বলেন, “বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজারকেন্দ্রিক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। আজ সাংবাদিকদের মাধ্যমেও কিছু অভিযোগ এসেছে। খুব শীঘ্রই এসব প্রতিষ্ঠানের প্রতি সতর্কবার্তা হিসেবে চিঠি প্রেরণ করা হবে।”

তিনি আরও বলেন, “প্রাইভেট হাসপাতালের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন কঠোর অবস্থানে রয়েছে। বিএমডিসির অনুমোদিত পদপদবীর বাইরে কেউ চিকিৎসা সেবা দিতে পারবে না। নির্ধারিত বেডের অতিরিক্ত ব্যবহারসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেওয়া হবে।”

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের অনিয়ম, ভুয়া চিকিৎসক, অতিরিক্ত বিল, ও অনুমোদনবিহীন কার্যক্রমের বিষয়ে তথ্য উপস্থাপন করেন।

ডা. আহম্মদ তানভীর হাসান সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। সাংবাদিকরাই সমাজের চোখ ও কান।” সূত্র : আরকেনিউজ৭১

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়