প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২২:০৯
হাজীগঞ্জে সোয়া লাখ শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকা

টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি)-এর আওতায় হাজীগঞ্জে এক লাখ ১৯ হাজার ৭৫৭ জন শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকার ভ্যাকসিন। গত রোববার (১২ অক্টোরব ২০২৫) আনুষ্ঠানিকভাবে টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু কিশোর-কিশোরী পাবে এ টিকা।
|আরো খবর
জানা যায়, দেশব্যাপী শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করে। ১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। এর ধারাবাহিকতায় হাজীগঞ্জেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টিকা গ্রহণ চলছে।
উপজেলায় ১ লাখ ১৯ হাজার ৭৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জ পৌর এলাকার স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ৯৩২ ও কমিউনিটি পর্যায়ে ২৪ হাজার ৭২ এবং ১২টি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৩১৮ শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায়ে ৩০ হাজার ৪৩৬ শিশুকে টিকা দেওয়া হবে।
এর মধ্যে যারা অনলাইনে নিবন্ধন করেছে তারা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পৌরসভা ও ইউনিয়নের টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে। যারা নিবন্ধন করে নি, তারা যে কোনো সময় জন্মসনদ (জন্মনিবন্ধন) দিয়ে নিবন্ধন করে কিংবা নিবন্ধন ও জন্মসনদ ছাড়াই ইপিআই কেন্দ্রে (টিকাদান কেন্দ্র) টিকা দিতে পারবে।উল্লেখ্য, ইউনিসেফ, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহায়তায় সরকার দেশব্যাপী বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দিচ্ছে।