রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৫:৩৫

শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেয়া শুরু হয়েছে। 'সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

রোববার ( ১২ অক্টোবর ২০২৫) শ্রীমঙ্গল নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান (ইনচার্জ), স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ, গৌতম পুরকায়স্থ, স্বাস্থ্য সহকারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই টিকা টাইফয়েড প্রতিরোধে ৯৫ শতাংশের বেশি কার্যকর বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে এই টিকা সরবরাহ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, টাইফয়েডে আক্রান্ত হলে আর্থিক ক্ষতি, দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার ঝুঁকি বাড়ে। তাই টিকা গ্রহণই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়