মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৪:১১

পোড়ার প্রাথমিক চিকিৎসার চ্যালেঞ্জ

ডা. শাহ মো. ইফতে খায়রুল আলম
পোড়ার প্রাথমিক চিকিৎসার চ্যালেঞ্জ

পোড়ার প্রাথমিক চিকিৎসার চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে পোড়া স্থানের দ্রুত এবং যথাযথ ঠাণ্ডা করা নিশ্চিত করা, সংক্রমণ প্রতিরোধ করা, ব্যথা কমানো।

এখনও অনেকে পোড়ার সাথে সাথেই ভুল বিশ্বাস থেকে অনেক ক্ষতিকর উপকরণ ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে ডিমের সাদা অংশ, টুথপেস্ট, কেরোসিন, নারকেল তেল, পাতা, গোবর এবং মাটি।

কারো বদনজর যেন না লাগে সেজন্য অনেকে চুল বেঁধে দেয়। এবার দেখলাম পিঁয়াজ বেঁধে দিয়েছে নজর না লাগার জন্য।

পোড়াস্থানে এসব উপকরণ ব্যবহার ক্ষতিকারক হতে পারে। কারণ পোড়াস্থানে ত্বকের প্রতিরক্ষামূলক বাধা ব্যাহত হয়। তাই এগুলোর ব্যবহার সংক্রমণের ঝুঁকিতে ফেলে এবং ংঁঢ়বৎভরপরধষ বার্ন ফববঢ় বার্নে রূপান্তরিত হতে পারে, যা পরবর্তীতে সার্জারির প্রয়োজন হয়।

পোড়ার জন্য প্রাথমিক চিকিৎসা

পোড়া প্রক্রিয়া বন্ধ করুন : পোড়ার উৎস থেকে ব্যক্তিকে সরিয়ে ফেলুন (যেমন : তাপ)।

পোড়া জায়গা ঠাণ্ডা করুন : বেশিরভাগ পোড়ার ক্ষেত্রে, জায়গাটি ১০-২০ মিনিটের জন্য প্রবহমান পানির (ৎঁহহরহম ঃধঢ়ব ধিঃবৎ) নিচে রাখুন। বরফ ব্যবহার করবেন না। বরফ বা বরফের পানি ব্যবহার ক্ষতি করতে পারে।

পোড়া জায়গার কাছাকাছি জিনিসপত্র সরিয়ে ফেলুন : পোড়া জায়গায় আটকে না থাকা যে কোনো পোশাক বা গয়না আলতো করে সরিয়ে ফেলুন। ত্বকের সাথে লেগে থাকা জিনিসপত্র জোর করে সরাবেন না, কারণ এতে আরও ক্ষতি হতে পারে।

পোড়া জায়গাটি সুরক্ষিত রাখুন : ঠাণ্ডা হওয়ার পর, পোড়া জায়গাটি একটি পরিষ্কার, নন-স্টিক ড্রেসিং দিয়ে ঢেকে দিন।

দ্রুত নিকটবর্তী চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। এক্ষেত্রে হাসপাতালে জীবাণুমুক্ত পদ্ধতিতে ড্রেসিং করা ভালো।

ডা. শাহ মো. ইফতে খায়রুল আলম : রেজিস্টার (বান ও প্লাস্টিক সার্জারি বিভাগ), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), আগারগাঁও ঢাকা।

চেম্বার : মীক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়