প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ২০:৫৪
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ সংকট
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কয়েকদিন যাবত প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের ট্যাবলেট সংকট দেখা দিয়েছে। গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার বেলা বারোটার সময় সরেজমিন দেখা যায় বহির্বিভাগে কাউন্টারে স্লিপ নিয়ে রোগীরা প্যারাসিটামল ট্যাবলেট না পেয়ে ফিরে যাচ্ছেন। কাউন্টার থেকে তাদের বলা হচ্ছে ওষুধ এখানে সাপ্লাই নেই। বাহির থেকে কিনে খাবেন। এলে আবার পাবেন।
|আরো খবর
চলমান করোনাভাইরাস মমহামারিতে চাঁদপুরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় আক্রান্ত হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধসহ নানা বয়সিরা। হঠাৎ জ্বরের প্রকোপ দেখা দেওয়ায় প্যারাসিটামল ট্যাবলেট জাতীয় ওষুধের চাহিদা বেড়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, প্যারাসিটামল বর্তমান চাহিদার তুলনায় জেলা হাসপাতালে সরবরাহ একেবারেই অপ্রতুল। গত দুই তিন জ্বরের এই ঔষধের সংকট চলছে বলে জানা যায়।পাশাপাশি গ্যাস্ট্রিকের ক্যাপস্যুল সরবরাহ বন্ধ রয়েছে অনেক দিন যাবত।
হাসপাতালে গ্যাস্ট্রিকের ব্যথা,বুকজ্বালা, জ্বর, সর্দি, মাথাব্যথার ও কাশির জন্য এসব ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়ছে খেটে খাওয়া গরিব দিনমজুর। ভুক্তভোগী রোগীরা বলছেন লকডাউনে কর্মহীনতায় উপার্জন নেই। বাইরে থেকে ওষুধ কিনে খাওয়া কঠিন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম বলেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর কাছে আমরা এ দুটি ওষুধের চাহিদাপত্র পাঠিয়েছি। আশাকরি আগামী ২৯ আগস্টের মধ্যে আমরা পেয়ে যাব।