বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০২:২৮

অনেকদিন পর চাঁদপুরে করোনায় মৃত্যু নেই

মঙ্গলবার শনাক্তের হার ২১.২৬ শতাংশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অনেকদিন পর চাঁদপুরে করোনায় মৃত্যু নেই

১৭ আগস্ট মঙ্গলবার চাঁদপুর জেলায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১.২৬ শতাংশ। এদিন চাঁদপুর জেলায় করোনা পজিটিভ কোনো রোগী মারা যায় নি। প্রায় এক মাসের মধ্যে এই প্রথম একটা দিন গেলো করোনায় আক্রান্ত কোনো রোগী মারা না যাওয়া। আর এ দিনটি হলো ১৭ আগস্ট মঙ্গলবার। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে এ তথ্য জানা গেলো।

সূত্র থেকে জানা যায়, ঈদুল আজহার দিন থেকে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। একই সাথে করোনার উপসর্গ নিয়েও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। এই একমাসে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৩ জন মারা যাওয়ার ঘটনাও রয়েছে। আবার একদিনে করোনা পজিটিভ রোগী মারা গেছেন সর্বোচ্চ সাতজন। ১৭ আগস্ট পর্যন্ত প্রায় একমাসের তথ্য অনুসন্ধান করে দেখা গেলো যে, এই এক মাসের মধ্যে মঙ্গলবার চাঁদপুর জেলার কোথাও করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা নেই। এদিন (সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায়) আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এটাও গত প্রায় এক মাসে সবচেয়ে কম মৃত্যু সংখ্যা।

১৭আগস্ট মঙ্গলবার শনাক্ত হওয়া ১১১ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৫৮, হাইমচর ২, মতলব উত্তর ৭, মতলব দক্ষিণ ১০, ফরিদগঞ্জ ৪, হাজীগঞ্জ ১০ ও শাহরাস্তি উপজেলায় ২০ জন। এছাড়া এদিন সুস্থ ঘোষণা করা হয়েছে ৪৪৯ জনকে। নতুন শনাক্ত হওয়া ১১১ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৩৭২১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৩১৩ জন। মারা গেছেন এ পর্যন্ত ২২০ জন, আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ২১৮৮ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়