প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০
শিক্ষাঙ্গনের কুইজ প্রতিযোগিতার ফলাফল
২০২৩ সালের ১৭ অক্টোবর প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠের পাক্ষিক বিশেষ আয়োজন ‘শিক্ষাঙ্গন’ বিভাগের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন-
১. মোঃ রিফাত বকাউল
ব্যাংক কলোনী, চাঁদপুর।
২. মোঃ সোহরাব হোসেন
চিত্রলেখা, চাঁদপুর।
৩. আহমেদ মামুন
লঞ্চঘাট, চাঁদপুর।
৪. মোঃ মহিউদ্দিন আহমদ
চেয়ারম্যানঘাটা, চাঁদপুর।
৫. তানহা
দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর।
৬. মারওয়া আক্তার
ট্রাকঘাট, চাঁদপুর।
৭. ন্যাশনাল লাইব্রেরী
চিত্রলেখা মোড়, চাঁদপুর।
৮. মোঃ ফজলুল হক
রহমতপুর আবাসিক কলোনী, চাঁদপুর।
৯. আরাফাত হোসেন নূর
নতুনবাজার, চাঁদপুর।
১০. উম্মে হাবিবা
হাজী মহসীন রোড, চাঁদপুর।
বিজয়ীদের ‘০১৯৯০-৫৯৫৪৫৫’ নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো।