প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে ও জিআইএফ ভিডিও তৈরিতে যা করবেন
বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সারাদিন বিভিন্ন নাটক, সিনেমা দেখে কাটাচ্ছেন। আবার অনেকে ইউটিউবে চ্যানেল খুলে আয় করছেন লাখ লাখ টাকা। বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ইউটিউবার হওয়ার একটা ঝোঁক বা আগ্রহ তৈরি হয়েছে।
ইউটিউবার হওয়ার জন্য প্রথমে ইউটিউবে একটি নিজস্ব চ্যানেল তৈরি করতে হয়। এরপর বিনোদনমূলক বা আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেই ধরনের ভিডিও বানিয়ে চ্যানেলে রাখেন। সফল ইউটিউবারের মাপকাঠি কিন্তু একমাত্র সাবস্ক্রাইবার। যার চ্যানেলের সদস্য সংখ্যা যত বেশি, সেই চ্যানেল তত জনপ্রিয়। এছাড়া চ্যানলের সদস্যসংখ্যা বেশি হলে ইউটিউব সংস্থাও সংশ্লিষ্ট চ্যানেলটিকে বেশি টাকা দেয়।
তাই ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাবস্ক্রাইবার বাড়ানোর কয়েকটি উপায় :
১. ভিডিওর মান : ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম উপায় হলো ভিডিওর ‘কন্টেন্ট’। ভিডিওর বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় কিন্তু রুচিসম্মত, এমন ভিডিও দর্শক বেশি পছন্দ করে।
২. শর্ট ভিডিও : ভিডিও বেশি দীর্ঘ না করাই ভালো। ভিডিওটি ঝকঝকে হওয়া জরুরি। সেই সঙ্গে শব্দ প্রক্ষেপণ ভালো হতে হবে। আপনার চ্যানেলের ভিডিওর যদি আকর্ষণীয় এবং ছোট হয়, তাহলে সদস্য সংখ্যা দ্রুত বাড়বে।
৩. ধারাবাহিকতা : প্রতিটি কাজেই ধারাবাহিকতা থাকা জরুরি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। সাবস্ক্রাইবার বৃদ্ধির অন্যতম একটি ধাপ হলো নিয়মিত ভিডিও আপলোড করা। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হবে।
৪. অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন : নিজের চ্যানেলটি সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রচার করুন। তাহলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছনো সম্ভব হবে। চ্যানেলের লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিতে পারেন। তাহলে যারা আগ্রহী, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
৫. আকর্ষণীয় শিরোনাম : আপনার ভিডিওর শিরোনাম দেখেই দর্শক ঠিক করবেন সেটা আদৌ তারা দেখবেন কি না। তাই ভিডিওর শিরোনাম সব সময়ে চটকদার এবং আকর্ষণীয় হতে হবে। এমন কিছু লিখতে হবে, যা দেখে দর্শকের আগ্রহ তৈরি হবে।
ইউটিউব ভিডিও থেকে জিআইএফ ভিডিও বানাবেন যেভাবে
ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক ক্লিপ পছন্দ হয়ে যায় কিংবা বিভিন্ন ভাবনার সঙ্গে মিলে যায়। এসব ভিডিও থেকে খুব সহজেই কিছু জিআইএফ ভিডিও বানাতে পারবেন।
এজন্য আপনাকে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এমন অনেক ওয়েবসাইট আছে। তবে সহজভাবে করতে চাইলে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটি হলো জিপিই বা জিআইপিএইচওয়াই। এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট, যার সাহায্যে আপনি সহজেই যে কোনো ইউটিউব ভিডিওকে জিফে পরিণত করতে পারবেন।
এই ওয়েবসাইটে আপনি আপনার যে কোনও ছবি থেকে জিফ এবং স্টিকারও তেরি করতে পারবেন। এটি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে আপনাকে আপনার ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। তারপরেই চালু হয়ে যাবে এই ওয়েবসাইট।
দেখে নিন কীভাবে কাজটি করবেন-
১. এজন্য প্রথমে আপনাকে জিপিই ওয়েবসাইটে যেতে হবে।
২. এবার আপনাকে ওয়েবসাইটের উপরের ডানদিকে তৈরি বোতামে ট্যাপ করতে হবে।
৩. তারপর আপনাকে লোডিং পেজে ইউটিউব ভিডিয়ো লিঙ্কের ইউআরএল কপি এবং পেস্ট করতে হবে।
৪. এবার একটি নতুন উইন্ডো দেখতে পাবেন, এখানে আপনি ভিডিয়োর যেকোনো নির্দিষ্ট অংশ ট্রিম করতে পারবেন, যা আপনি জিফ করতে চান।
৫. আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে।
৬. প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে, আপনি ‘কন্টিনিউ টু আপলোড’ বা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করতে পারেন।
৭. একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। তাতে ‘ট্যাগস’ এবং ‘সোর্স ইউআরএল’ ও দিতে পারবেন।