প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
ডিসেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ভলিবল টুর্নামেন্ট
ডিসেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ভলিবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ১১টি জেলা ও একটি বিশ^বিদ্যালয় নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অংশ নেবে : চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বি-বাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়।
|আরো খবর
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার মতো চাঁদপুর জেলাও অংশগ্রহণ করবে। অচিরেই চাঁদপুর জেলা দল গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা চাঁদপুরে ৮ উপজেলা থেকে খেলোয়াড় এনে তাদের থেকে বাছাই করে দল গঠন করবো।
জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির সভাপতি আবুল কাশেম আখন্দ ও সম্পাদক তপন চন্দ দে এ প্রতিবেদককে জানান, দেশের সকল সার্বিক পরিস্থিতি ভালো থাকলে আশা করি সঠিক সময়ে বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই টুর্নামেন্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রতিবছরই বিভাগীয় টুর্নামেন্টের খেলায় চাঁদপুর জেলা দল অংশগ্রহণ করে। আশা করি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে সহসাই জেলা-উপজেলার খেলোয়াড়দেরকে নিয়ে বাছাই করে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর বাছাইকৃত খেলোয়াড়দেরকে নিয়ে মূল দল গঠন করবো এবং সেই দল নিয়ে আমরা ভালো কিছু করার আশাবাদ নিয়ে চট্টগ্রামে যাবো।