বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

জেলা ক্রীড়া অফিসের আয়োজন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ক্রীড়া প্রতিবেদক ॥

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪-এর আওতায় এবং শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে চাঁদপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ১৭ ও ১৮ অক্টোবর ২ দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতায় জেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশ নেয়।

চাঁদপুর স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কোষাধ্যক্ষ আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর ভলিবল একাডেমীর সভাপতি মুক্তিযোদ্ধা ও সাঁতারু ছানাউল্লা খান, সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুকসহ টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ খেলোয়াড় ও অভিভাবকগণ।

চাঁদপুর জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, ভলিবল প্রতিযোগিতায় অংশ নেয় ৪টি দল। দলগুলো হলো : চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিনউল্লাহ পাটওয়ারী একাডেমী, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুর ভলিবল একাডেমি ও হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। ৪টি দলে মোট ৪৮ জন ভলিবল খেলোয়াড় অংশ নেয়। ভলিবল প্রতিযোগিতায় বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর ভলিবল একাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম জানান, আমাদের ক্রীড়া পরিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমরা এ খেলার আয়োজন করেছি। ফাইনালে অংশ নেয়া দুটি দলই খুব ভালো খেলা উপহার দিয়েছে দর্শকদের। আমরা ক্রীড়া পরিদপ্তরের আওতায় জেলা ক্রীড়া অফিস থেকে নিয়মিতভাইে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নিয়মিত খেলাধুলা চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়