বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে

মার্চের ২য় সপ্তাহে ভলিবল ও বাস্কেটবল টুর্নামেন্ট

মার্চের ২য় সপ্তাহে ভলিবল ও বাস্কেটবল টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক ॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মার্চের ২য় সপ্তাহে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভলিবল ও বাস্কেটবল টুর্নামেন্ট। প্রতি বছরের ন্যায় এ দুটি টুর্নামেন্ট চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল ও বাস্কেটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় বিভিন্ন স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে।

এ দুটি টুর্নামেন্টে গত ক’বছর ধরে দেখা গেছে, বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিতভাবে অংশগ্রহণ করছে। অবশ্য নক আউটের এ পদ্ধতির খেলাগুলোতে শিক্ষার্থীরা তাদের খেলাগুলো তেমনভাবে উপস্থাপন করতে পারছে না। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা চলাকালীন সময় বলতে থাকে যে, জেলা ক্রীড়া সংস্থা থেকে যদি আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নিয়মিত লীগ কিংবা টুর্নামেন্টের ব্যবস্থা করতো, তাহলে আমরা যারা এই খেলাগুলোর সাথে জড়িত আছি তারা অনেক উপকৃত হতাম।

গত শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান যে, আমরা প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতার মাসের শুরুতেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ দুটি টুর্নামেন্ট শুরু করবো। এ দুটি টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের দায়িত্বে থাকবেন জেলা ক্রীড়া সংস্থা। জয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়