শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

বিজয় দিবসে জেলা ক্রীড়া সংস্থার গ্রামীণ খেলাধুলা
ক্রীড়া প্রতিবেদক ॥

মহান বিজয় দিবসে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত এ খেলাধুলায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ জেলা প্রশাসন, চাঁদপুর পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ সুধীজন। ১৬ ডিসেম্বর বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো ছিলো : চাঁদপুর পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা ও সুধীজন, ডিএন উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, আক্কাস আলী রেলওয়ে একাডেমী ও আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। অংশগ্রহণকারী দলগুলোর প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

গ্রামীণ খেলাধুলার আয়োজনের মধ্যে ছিলো : মোরগ লড়াই, দড়িলাফ, বস্তা দৌড়, ১০০ ও ২০০ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার ও রশি টানাটানি প্রতিযোগিতা। মোরগ লড়াইয়ে ১ম প্রশান্ত ত্রিপুরা, ২য় রুবেল ত্রিপুরা ও তৃতীয় শাকিল। দড়িলাফে ১ম চরণজ্যোতি, ২য় সবুজ ও তৃতীয় শিমন। বস্তা দৌড়ে ১ম ওমর ফারুক, ২য় জুরায়ের হোসেন ও তৃতীয় আনু। ১০০ মিটার দৌড়ে ১ম ভবিষ্যৎ, ২য় মহিত ও তৃতীয় ইশতেহার। ২০০ মিটার দৌড়ে ১ম শান্তি ত্রিপুরা, ২য় ভানেশ্বর ও তৃতীয় কৌমল। মিউজিক্যাল চেয়ারে ১ম তানসিনা মোস্তফা, ২য় মাহাজাবিন ও তৃতীয় আয়েশা খানম। রশি টানাটানিতে জেলা ক্রীড়া সংস্থা ও সুধীজনকে হারিয়ে জয়লাভ করে চাঁদপুর পৌরসভা।

মহান বিজয় দিবসের গ্রামীণ খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ছিলো রশি টানাটানিতে। শেষ বিকেলের এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ খেলাধুলার আয়োজন প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে বলেন, বিজয় দিবস উপলক্ষে গত ক’বছর ধরেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। জেলা শহরের হাইস্কুলের শিক্ষার্থীরা এতে নিয়মিত অংশ নিচ্ছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এ খেলাধুলা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের নিয়েও খেলার আয়োজন করেছি। আশা করি আগামীতে সদরের অন্য স্কুলগুলো এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়