শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁদপুর চ্যালেঞ্জার্স
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩টি দলের সমন্বয়ে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর চ্যালেঞ্জার্স বয়েজ।

গত ১৭ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ৩টি দল। দলগুলো হলো : চাঁদপুর চ্যালেঞ্জার্স বয়েজ, চাঁদপুর কিংস ও চাঁদপুর সেইলরস।

ফাইনাল খেলায় চাঁদপুর কিংস টসে জয়লাভ করে চাঁদপুর চ্যালেঞ্জার্স বয়েজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। চাঁদপুর চ্যালেঞ্জার্স বয়েজ ১৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইমন সরকার। বোলিংয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন সাইফ সোহাগ। তার ব্যক্তিগত সংগ্রহ ছিলো ৪৭ রান।

চাঁদপুর কিংস ১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে। তারা ১৩ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ৯৬ রান করে। চাঁদপুর চ্যালেঞ্জার্স বয়েজের পক্ষে মজু রাসেল ৩ উইকেট ও নিলয় ৩ উইকেট নেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মেসার্স বেঙ্গল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সাবেক ক্রিকেটার নেপাল সাহা। উপস্থিত ছিলেন অন্য অতিথিবৃন্দ ও সাবেক খেলোয়াড়রা।

ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট-২০২২-এর ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনির হোসেন, ম্যান অব দ্যা ফাইনাল রাসেল ভূঁইয়া, সেরা রান সংগ্রহকারী ইমন সরকার, সেরা উইকেট শিকারী নিলয় ও সেরা ফিল্ডার নির্বাচিত হন কামরুল ইসলাম।

টুর্নামেন্টের প্রধান অতিথি পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ক্রিকেটার নেপাল সাহা এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমিও ক্রিকেটের সাথে জড়িত ছিলাম। এখনও অবসর পেলেই মাঠে ছুটে আসি। প্রতি সপ্তাহে ফ্রাইডে ক্রিকেট ম্যাচে অংশ নেন আমার বন্ধু বয়সী অনেক ক্রিকেটার। আমি চাই জেলা শহরে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হোক। আর সে ক্ষেত্রে যেনো সাবেক খেলোয়াড়দের প্রাধান্য দেয়া হয় বেশি।

আয়োজকদের মধ্যে সাবেক ক্রিকেটার ও গণমাধ্যমকর্মী কামরুল ইসলামের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, চাঁদপুর শহরে বসবাসকারী সাবেক ক্রিকেটাররা সপ্তাহের একদিন শুক্রবার সকালে ফ্রাইডে ম্যাচে অংশ নেন। আর ওই ম্যাচগুলোতে ঢাকায় ও চাঁদপুরে বিভিন্ন ক্লাবের হয়ে খেলায় অংশগ্রহণকারী সাবেক ক্রিকেটাররা নিয়মিত অংশ নিয়ে যাচ্ছেন। আর সেই সমস্ত ক্রিকেটারকে নিয়েই আমরা টুর্নামেন্টভিত্তিক খেলার আয়োজন করেছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা হলেন :- চাঁদপুর চ্যালেঞ্জার্স বয়েজ : শান্ত, রাসেল, জামাল, ইমন, টিটু, নিলয়, মাহাবুব, মহিউদ্দিন, রাসেল (মজু), আল-আমিন ও টুমু।

চাঁদপুর কিংস : ভুট্টো, কামরুল, মাইনুদ্দীন, সাইফ সোহাগ, মনির, জয়নাল, মিঠু, সেলিম, সাফাবাবু, মাহী ও সুমন।

চাঁদপুর সেইলরস : মহসিন, ভুট্টো, মিজান, সবুজ, গাজী শুভ্র, রকিবুল, সোহাগ খান, মহিউদ্দিন সুমন, রুবেল খান, নূরে আলম ও অনিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়